রংপুরে ফেন্সিডিলের বিরাট চালান ও মজুদ আবিস্কার 143 0
রংপুরে ফেন্সিডিলের বিরাট চালান ও মজুদ আবিস্কার
শাহ মো: রায়হান বারী রংপুর থেকে
রংপুরের বদরগঞ্জ উপজেলার রাজারামপুরে ভারত থেকে আনা ফেন্সিডিলের বিরাট মজুদ আবিস্কার করেছে সিআইডি। সেখান থেকে বস্তায় বস্তায় উদ্বার হওয়া নিষিদ্ধ সিরাপ জাতীয় এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। ওই গুদামের মালিক মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
সিআইডির রংপুর বিভাগের বিশেষ পুলিশ সুপার শাহরিয়ার রহমান বিকালে সিআইডির রংপুর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং-এ জানান, উদ্ধারকৃত বস্তা থেকে চার হাজার ৯৫০ বোতল ফেন্সিডিল ছিলো। এই ঘটনায় মশিউর রহমানকে গ্রেফতার করা হলেও পুরো চক্রটি ধরতে দিনাজপুরের পরবতীপুর ও হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে সিআইডির বিশেষ একটি ইউনিট।